বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর চাকরি প্রশ্ন সমাধান । ড্রাইভার (গ্রেড-২)
পদের নামঃ ড্রাইভার (গ্রেড-২)
তারিখঃ২৪/০৫/২০২৪
Note : বিগত ২০২৪ সালের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর উপরিক্ত পদের চাকরি পরীক্ষায় আগত বাংলা প্রশ্নের উওরসমূহ নিচে দেয়া হলো ।
মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ঐ বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। এই সশস্ত্র মুক্তিসংগ্রাম ছিল বহুবিধ ঘটনা, বিরুপ পরিস্থিতি, অসম আর্থিক বণ্টন ব্যবস্থা ও প্রশাসনিক কর্তৃত্বের বঞ্চনাসহ গুরুতর বিষয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্রমাবনতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই পাকিস্তানের দুই অংশের মধ্যে যেসব ইস্যুতে সম্পর্কের অবনতি ঘটে, তার মধ্যে ছিল ভুমি সংস্কার, রাষ্ট্রভাষা, অর্থনীতি ও প্রশাসনের ক্ষেত্রে দুই প্রদেশের মধ্যে বৈষম্য, প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন, পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এতদ্বসংশ্লিষ্ট অন্যান্য বিষয়। ১৯৭০-এর সাধারণ নিবার্চনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের ১৬৭ টি তেই আওয়ামী লীগ জয়লাভ করে। এবং আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের একক প্রতিনিধি হিসেবে আবির্ভুত হন। তিনিই হন পাকিস্তানের জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। কিন্তু পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে ষড়ষন্ত্রে লিপ্ত হয়। ১৯৭১-এর ৭ মার্চ শেখ মুজিব যে ঐতিহাসিক ভাষণ দেন, তাতেই পাকিস্তানী সামরিক জান্তার নিকট তাঁর মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। এরপর শুরু হয় অসহযোগ আন্দোলন। ইতোমধ্যে সমস্যা নিরসনের জন্য শেখ মুজিব ও ইয়াহিয়া খানের মধ্যে আলোচনা শুরু হয়। আলোচনা ব্যর্থ হয় এবং ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা বাঙালি হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈন্য এবং আধা সামরিক বাহিনীর বাঙালি সদস্যরা তাৎক্ষনিকভাবে জনগণের মুক্তি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে।
|
---|
প্রদত্ত শব্দ |
বিপরীত শব্দ |
---|---|
কৃতজ্ঞ | অকৃতজ্ঞ |
নশ্বর | অবিনশ্বর |
প্রদত্ত শব্দ |
সন্ধি বিচ্ছেদ |
---|---|
বিদ্যালয় | বিদ্যা + আলয় |
শুভেচ্ছে | শুভ + ইচ্ছা |
ইত্যাদি | ইতি + আদি |