ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চাকরি প্রশ্ন ২০২৪ সমাধান

পদের নামঃ সার্ভেয়ার/ ড্রাফটম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার

তারিখঃ০৭/০৬/২০২৪



Note : বিগত ২০২৪ সালের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর উপরিক্ত পদের চাকরি পরীক্ষায় আগত বাংলা প্রশ্নের উওরসমূহ নিচে দেয়া হলো । 


০১. সন্ধি বিচ্ছেদ করুনঃ

পবিত্র, অন্বেষণ, মতৈক্য, ততোধিক, প্রত্যূষ।

উওরঃ

প্রদত্ত শব্দ সন্ধি বিচ্ছেদ 
পবিত্র পো + ইত্র 
অন্বেষণ  অনু + এষণ
মতৈক্য মত + ঐক্য 
ততোধিক  ততঃ + অধিক
প্রত্যূষ  প্রতি + ঊষ

০২. নিচের বানানগুলো শুদ্ধ করুন।

শিরোচ্ছেদ, গিতাঞ্জলি, বিভীষীকা, মুমুর্ষ, বুদ্ধিজীবি।

উওরঃ

অশুদ্ধ বানান  শুদ্ধ বানান
শিরোচ্ছেদ শিরশ্ছেদ
গিতাঞ্জলি গীতাঞ্জলি
বিভীষীকা বিভীষিকা
মুমুর্ষ মুমূর্ষু
বুদ্ধিজীবি বুদ্ধিজীবী

০৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন

আমরণ, তেমাথা, মধুমাখা, দ্বীপ, চন্দ্রমুখ।

উওরঃ

সমস্তপদ ব্যাসবাক্য সমাসের নাম
আমরণ মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস
তেমাথা তে (তিন) মাথার সমাহার দ্বিগু সমাস
মধুমাখা মধু দিয়ে অপ যার  ৩ য়া তৎপুরুষ সমাস
দ্বীপ দু দিকে অপ যার  নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ  উপমিত কর্মধারয়

০৪. নিম্নরেখ পদ্গুলোর কারক নির্ণয় করুনঃ

মেঘ থেকে বৃষ্টি পড়ে, তিলে তৈল আছে, ডাক্তার ডাক, ছেলেরা ফুটবল ফুটবল খেলছে, সৎপাত্রে কন্যা দান কর

উওরঃ

প্রদত্ত বাক্য কারক
মেঘ থেকে বৃষ্টি পড়ে  অপাদান কারক 
তিলে তৈল আছে  অধিকরণ কারক 
ডাক্তার ডাক  কর্মকারক 
ছেলেরা ফুটবল খেলছে  কর্তৃকারক 
সৎপাত্রে কন্যা দান কর  সম্প্রদান কারক

০৫। বাক্য সংকোচন করুনঃ

সকলের জন্য প্রযোজ্য, যার অন্য উপায় নেই, আপনাকে যে পন্ডিত মনে করে, যা পূর্বে ছিল এখন নেই, মৃতের মতো অবস্থা যার।

উওরঃ

বাক্য বাক্য সংকোচন 
সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন
যার জন্য উপায় নেই  অনন্যোপায়
আপনাকে যে পন্ডিত মনে করে  পন্ডিতম্মন্য 
যা পূর্বে ছিল এখন নেই  ভূতপূর্ব 
মৃতের মতো অবস্থা যার  মুমূর্ষু
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url