সমার্থক শব্দঃ একই বা সমান অর্থের শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে।

সমার্থক শব্দের তালিকা-

১. অবকাশ = অবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ।

২. অকাল = অসময়, অবহেলা, অদিন, কুদিন, দুঃসময়।

৩. অক্লান্ত = অদম্য, ক্লান্তি হীন, নিরলস, পরিশ্রমী।

৪.অপূর্ব = অদ্ভুত, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার।

৫. অকস্মাৎ = আচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ।

৬. অক্লান্ত = অদম্য, ক্লান্তি হীন, নিরলস, পরিলস, পরিশ্রম।

৭. অক্ষম = অসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল।

৮. অঙ্গীকার = পণ, প্রতিশ্রুতি, শপথ, সংকল্প।

৯. অতীত = গতদিন, তৎকাল, র্পূব, সেকাল, র্পূবকাল।

১০. অধ্যয়ন = পাঠ, পঠন, পড়া, পাঠাভ্যাস, লেখাপড়া।

১১. অত্যাচার = উপদ্রব, নিপীড়ন, নিযার্তন, জুলুম।

১২. অদৃশ্য = অগোচর, অদেখা, অলক্ষ্য, নাদেখা।

১৩. অধিবেশন = সভা, সমিতি, সমাবেশ, মিটিং।

১৪. অতিরিক্ত = অনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, মেলা।

১৫. অজ্ঞ = অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব।

১৬. অচেতন = অজ্ঞান, অসাড়, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ।

১৭. আকাশ = অম্বর, নভ, আসমান, গগন, নভোঃ, নভোমন্ডল, অন্তরীক্ষ।

১৮. আলো = রশ্মি, দীপ্তি, প্রভা, নুর, আভা, আলোক, কিরণ।

১৯. আরম্ভ = শুরু, সূচনা,ভূমিকা, সূত্রপাত, প্রারন্ত।

২০. আপসোস = পরিতাপ, দুঃখ, খেদ, অনুতাপ, আক্ষেপ।

২১.অশ্ব = ঘোড়া, বাজী, তুরগ, হ্রেষা, টাঙ্গন। 

২২. অলস = কুড়ে, অকর্ম, অকেজো, ঢিলে, আলসে।

২৩. অল্প = কম, সামান্য, অপ্রচুর, নগন্য, ঈষৎ।

২৪. অগ্নি = আগুন, অনল, বহ্নি, দহন, পাবক, শিখা, হুতাশন,সর্বশুচি।

২৫. অন্ধকার = আধাঁর, তিমির, তমসা, শর্বর, তমঃ, আন্ধার, তমস্র, তম।

২৬. অপচয় = অপব্যায়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস।

২৭. অতিথি = মেহমান, কুটুম, আগতন্তক, আমন্ত্রিত।

২৮. বিধান, কানুন, ধারা, নিয়ম, নিয়মাবলি।

২৯. ইতি = সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ।

৩০. ঈশ্বর = আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু।